বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের শীর্ষ নেতাদের প্রবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস ও ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তবে গতকাল রবিবার বুয়েটের সব ফটকে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করার কথা থাকলেও তারা তা করেননি। ঘোষণা অনুযায়ী, টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বুয়েট ক্যাম্পাসের রাজনীতিমুক্ত থাকার নিশ্চয়তা না পেলে ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। ইতিমধ্যে আমরা আমাদের পরীক্ষাগুলো রিশিডিউল করার আবেদন করেছি।