ভিনিসিয়ুসের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল~যায়যায় দিন
কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে প্রবলভাবে ঘুর দাঁড়িয়েছে। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে সেলেসাওরা। শনিবার (২৯ জুন) লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে গ্রচপপর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি দরিভাল জুনিয়রের শিষ্যরা। ব্রাজিলের হয়ে আরও একটি করে গোল এসেছে তরুণ স্ট্রাইকার স্যাভিও ও লুকাস পাকেতার […]