’ও আমার! একমাত্র আমার ’~যুগান্তর
পারমিতার একটি চাঞ্চল্যকর লোমহর্ষক কথামালা ছড়িয়ে পড়েছে বঙ্গ দেশের হাটবাজার-অলিগলি পেরিয়ে সবখানে। ‘ও আমার! একমাত্র আমার।’ আমার অলিন্দ অনলে তোমার নিত্যবাস। ঐ যে নদীর ওপারে নতুন করে কেনা জায়গাজমি, সব তোমার জন্যে কিনে রেখেছি প্রিয় রাজকুমার।’ হাসিকান্না শেষে বিচ্ছেদ আঁধারে চিৎকার করে বলেন, ‘আমি তোমার জন্য কী না করেছি? তোমার জন্যে ছেড়েছিলাম সংসার, তোমার শরীরের […]