মাছ–মাংস না পেয়ে কনেপক্ষকে লাঠিপেটা, বিয়ে পণ্ড~যুগান্তর
ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামে বিয়ের অনুষ্ঠানে মাছ–মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে বরপক্ষ। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দ নগর গ্রামের দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ে ছিল। বরপক্ষকে খাওয়াতে পোলাও-পনির ও হরেক রকম তরকারি পাকানো হয়। খাওয়া-দাওয়ায় মাছ ও মাংস না পেয়ে […]