প্রথম সেমিতে তিন বিভাগে হবে গুরুত্বপূর্ণ লড়াই~কালবেলা
ঢাকার আদালতে বিচারাধীন ও বিচার নিষ্পত্তি হওয়া একাধিক মামলায় জড়িত মূল আসামির পরিবর্তে নকল বা প্রক্সি আসামির জেল খাটার তথ্য মিলেছে। এসব আসামি মূলত ভাড়ায় খাটে। প্রক্সি আসামি হিসাবে যারা জেল খাটেন তাদের পরিবারের দায়িত্ব নেন মূল আসামি। এ ছাড়া তার অন্যান্য আনুষঙ্গিক খরচও বহন করেন তিনি। যুগান্তরের অনুসন্ধানে চলতি বছরেই আসামি ভাড়ায় খাটার তিনটি […]