রুদ্ধশ্বাস ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারত~ইনকিলাব
১৭৬ রানের লক্ষ্য বুমরাহ-আর্শদীপের বিরুদ্ধে মোটেও সহজ হওয়ার কথা ছিলনা। তবে হেনরিখ ক্লাসেনের মহকাব্যিক এক ইনিংস সেই কাজটা প্রায় করেই দিয়েছিল প্রোটিয়াদের জন্য। মাত্র এক ওভারে ঝড়ে ৩৬ বলে ৫৪ রান কঠিন সমীকরণ থেকে ৩০ বলে ৩০ রানে নামিয়ে এনে ছিলেন এই বিধ্বংসী ব্যাটার। আরও একবার ফাইনালের হারের বেদনায় নীল হওয়ার শঙ্কায় তখন আকশী নীলরা।তবে […]