খাগড়াছড়িতে গত দুইদিনের ভারী বর্ষণে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় ৫ শতাধিক পরিবারে বাড়িঘর পানিতে ডুবে গেছে।
শুক্রবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়া, শব্দমিয়া পাড়া, শান্তি নগর, পুরাতন জীপ স্টেশন এলাকা ও দীঘিনালা মেরুং এলাকার বেশ কটি গ্রাম পানিতে ডুবে গেছে।