তারকাদের ভাঙিয়ে জুয়ার বিজ্ঞাপন! ~কালবেলা

তারকাদের ভাঙিয়ে জুয়ার বিজ্ঞাপন!

জুয়া খেলা এখন বাসা বেঁধেছে মানুষের হাতে আর পকেটে পকেটে। অনেকটা লোকচক্ষুর আড়ালে, যা নিয়ে মাতোয়ারা থাকতেন জুয়াড়িরা, সেটিই এখন ‘ওপেন সিক্রেট’ হয়ে উঠেছে সমাজে। ডিজিটাল উৎকর্ষে ভর করে স্মার্টফোনের মাধ্যমে জুয়া এখন পরিচিত ‘বেটিং সাইট’ বা ‘ক্যাসিনো গেম’ নামে। আর অনলাইনে জুয়ার এই সামাজিক ব্যাধি সব শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে যুবসমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে নেওয়া হচ্ছে প্রতারণার আশ্রয়। প্রযুক্তির সুবিধা নিয়ে ক্রীড়া, শোবিজ এবং সোশ্যাল মিডিয়া জগতের তারকাদের তরাকাখ্যাতি ব্যবহার করে বানানো হচ্ছে ভুয়া বিজ্ঞাপন, যা দেখে আকৃষ্ট হচ্ছে যুবসমাজ। ভয়ানক এই নেশায় তারা ঝুঁকে পড়ছেন প্রতারকদের দ্বারা বিভ্রান্ত হয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে নামিদামি তারকাদের চেহারা ও কণ্ঠস্বর নকল করে তৈরি হচ্ছে জুয়ার বিজ্ঞাপন। সাধারণ মানুষের কাছে সেসব বিজ্ঞাপন পৌঁছে যাচ্ছে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস সেবাদাতাদের (আইএসপি) ফাইল ট্রান্সফার প্রটোকল (এফটিপি) সার্ভারের ভিডিওর মাধ্যমে। এসব থেকে প্রতিকার পেতে খোদ তারকারাও আহ্বান জানিয়েছেন। তারা এ ঘটনায় সামাজিকভাবে বিব্রত হচ্ছেন বলে মনে করেন। অথচ যুবসমাজ ধ্বংসকারী সর্বনাশা এই জুয়া বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা চোখে পড়ে না বলে বিশ্লেষকরা দাবি করেছেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন