৮ দিনের রিমান্ডে তিন আসামি ~যুগান্তর

৮ দিনের রিমান্ডে তিন আসামি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) মো. আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনকে আট দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন তানভীর ভূঁইয়া, শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ ও সেলেস্তি রহমান। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। এসময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার দুলাল। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন