ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের আগ্রহ কম দেখা গেছে। বুধবার প্রথম ধাপের ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। সেখানে ভোটার উপস্থিতি কম ছিল। বিভিন্ন উপজেলার অনেক কেন্দ্র দিনভর একরকম ফাঁকা ছিল। এদিন সংঘর্ষ, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, প্রার্থীকে মারধরের মতো বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়।
মাদারীপুরের টেকেরহাট, নরসিংদী সদর, মুন্সীগঞ্জের গজারিয়া, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গাজীপুরের কালীগঞ্জ, লক্ষ্মীপুরের কমলনগর, বগুড়ার গাবতলীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ সময় চার পুলিশসহ অন্তত ৫৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় গুলি, অর্ধশত ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ৩৭ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৩ জন প্রিসাইডিং কর্মকর্তা এবং ২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রয়েছেন। ভোটকেন্দ্রে হামলার কারণে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যতীন্দ্র কারবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।