নিজেদের কবজায় নিতে মরিয়া মন্ত্রী-এমপি ~যুগান্তর

বলয় ও প্রভাবমুক্ত হচ্ছেই না আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতি। নিজ নিজ উপজেলার রাজনীতি নিজেদের কবজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে দলটির স্থানীয় মন্ত্রী-এমপিরা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নিজ বলয়ের একক প্রার্থীদের সমর্থন দিচ্ছেন তারা। নির্বাচনের আগে এসব মন্ত্রী- এমপির প্রভাবে স্থানীয় অনেক সম্ভাব্য প্রার্থী কোণঠাসা হয়ে পড়ছেন। উন্মুক্ত নির্বাচনে প্রভাবশালীদের এমন হস্তক্ষেপে নাখোশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। তাদের মতে, এমপি লীগ, মন্ত্রী লীগ, ভাই লীগ, ভাতিজা লীগ, ব্যক্তি লীগ ও পরিবার লীগের নামে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব সৃষ্টির সুযোগ নেই। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যেসব এমপি-মন্ত্রী সরাসরি একক প্রার্থীদের পক্ষ নিয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন