সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখল করা বনের জমি উদ্ধারের দাবি জানিয়েছে গাজীপুরের পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষ। ১৫ এপ্রিলের মধ্যে বনের জমি উদ্ধার করে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময়ের মধ্যে তা না করলে ১৬ তারিখ ঢাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বর্তমান মহাসচিব এ কে এম রিপন আনসারী। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, পরিবেশবিষয়ক সম্পাদক এম ইউ আহমেদ ভুইয়া রিমন, দফতর সম্পাদক মো. জাকারিয়া, উন্নয়ন সম্পাদক ফাহিমা নূর, সহ দফতর সম্পাদক আলী আজগর খান পিরু, রাতুল ম ল, আনোয়ার হোসেন, শিক্ষক নেতা হাজী মুছাদ্দিকুর রহমান, কারুজ্জামান, শামীম মোহাম্মদ প্রমুখ।