বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন নির্মাণকাজে বসুন্ধরার পলিমার মডিফায়েড বিটুমিন ব্যবহার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় বসুন্ধরার বিটুমিন ব্যবহার করে মহাসড়কের কার্পেটিং শুরু হয়।
মহাসড়কের কার্পেটিং শুরুর সময় উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিসিএলের সাসেক-২-এর প্রকল্প ব্যবস্থাপক সামছুজ্জোহা আল শহিদুল হক, প্রকৌশলী মামুন কায়ছার চপলসহ প্রকল্পের কর্মকর্তারা।