৩০ কোটি টাকা ব্যাংক ঋণ, ভুয়া এনআইডি দিয়ে ~বাংলাদেশ প্রতিদিন

একই নামে একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- জয়নাল আবেদীন ওরফে ইদ্রিস, পল্লব দাস, রফিকুল ইসলাম খান ও আলিফ হোসেন। এদের মধ্যে পল্লব দাস রংপুর বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে আইটি সেকশনে খণ্ডকালীন নিযুক্ত ছিলেন। আর জয়নাল আবেদীন তার মাধ্যমে নিজ নামের জাতীয় পরিচয়পত্রে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে পরিবর্তন করিয়ে নিতেন। সম্প্রতি জয়নাল আবেদীন নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান আইপিডিসি থেকে ৫০ লাখ টাকা ঋণ পান। ঋণপ্রাপ্তির কাগজপত্র মেঘনা ব্যাংকে জমা দিয়ে তার নামে প্রায় ৩ কোটি টাকা ঋণ দেওয়ার আবেদন করেন। মেঘনা ব্যাংক কর্তৃপক্ষ তার কাগজপত্র সন্দেহ হলে ডিবির দ্বারস্থ হয়। পরে ডিবির রমনা বিভাগ তদন্ত করে জয়নালের ঋণ জালিয়াতির তথ্য পায়। এরপরই শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন