বাগেরহাটে বাসের ধাক্কায় স্টিল ব্রীজ ভেঙ্গে গেছে ~ইনকিলাব

বাগেরহাটে বাস ধাক্কায় স্টিল ব্রীজে ভেঙ্গে গেছে

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জি এম এস পরিবহনের একটি বাসের ধাক্কায় স্টিল ব্রীজের গার্ডার ভেঙ্গে দেবে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (১৭ এপ্রিল)ভোর সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে অবস্থিত উপজেলার বাস স্টান সংলগ্ন স্টিল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে গিয়ে জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা জি এম এস পরিবাহনের বাসটি বুধবার আনুমানিক ভোর ৩ টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিপার হয়ে ২০০ মিটার সামনে এসেই মোরেলগঞ্জ বাস স্টান সংলগ্ন স্টিল ব্রিজের গার্ডারের সাথে সজোরে ধাক্কা দেয়, গাড়িতে মাত্র ৩ জন যাত্রী থাকায় এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা না ঘটলেও স্টিল ব্রিজের একটি অংশ ভেঙ্গে গিয়ে এক সাইডে দেবে বসে যায়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন