সরকারি মজুদ ঘরে নেমেছে ৮ লাখ টন চাল ~বণিকবার্তা

সরকারি মজুদ ঘরে নেমেছে ৮ লাখ টন চাল

প্রধান খাদ্যশস্য চালের সরকারি মজুদ আট লাখ টনের ঘরে নেমে এসেছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলোয় খাদ্যশস্যটির মজুদ কমেছে ৫০ শতাংশেরও বেশি। এক্ষেত্রে সরকারিভাবে কৃষিপণ্যটির আমদানি না হওয়া, স্থানীয় বাজার থেকে লক্ষ্য অনুযায়ী সংগ্রহ করতে না পারা ও সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় চালের বিতরণ বেড়ে যাওয়া বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে, সরকারের মজুদ কমার সুযোগে বিভিন্ন সময়ে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। ২০২৪ পঞ্জিকাবর্ষ শুরুর পর এখন পর্যন্ত পণ্যটির বাজারমূল্যে জানুয়ারির শুরুতে ও পরে রমজানে দুই দফায় অস্থির হতে দেখা গেছে। এ ঊর্ধ্বমুখিতা এখনো বজায় আছে ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন