দুই সৎভাইয়ের বিরুদ্ধে জাল-জালিয়াতির অভিযোগে মামলা করেন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা মো. কামাল হোসেন। গত ২৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। মূলত সৎভাইদের ফাঁসাতেই মামলা করেছিলেন কামাল। পারিবারিক, রাজনৈতিক কিংবা অন্য কোনো বিরোধ কেন্দ্র করে প্রতিপক্ষকে হয়রানি করতে এভাবেই হাজার হাজার মিথ্যা মামলা দায়ের হচ্ছে। তদন্ত পর্যায়েই মিথ্যা প্রমাণিত হওয়ায় অনেক মামলার চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে পুলিশ। আবার অনেক ক্ষেত্রে এ ধরনের মামলা আদালতেও মিথ্যা প্রমাণিত হচ্ছে। পুলিশের এক গবেষণা প্রতিবেদনেও মিথ্যা মামলা দায়েরের বিষয়টি উঠে এসেছে। তবে দেশে কী পরিমাণ মিথ্যা মামলা দায়ের হয়, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই।