সরকারি হিসাবে ২০১০ ও ২০১৬ সালে দারিদ্র্যের মাত্রা বেশি ছিল ~বনিকবার্তা

সরকারি হিসাবে ২০১০ ও ২০১৬ সালে দারিদ্র্যের মাত্রা বেশি ছিল

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে দারিদ্র্যের গড় হার ২০১০ সালে হিসাব করেছিল সাড়ে ৩১ শতাংশ। ছয় বছরের মাথায় ২০১৬ সালে তা নেমে আসে ২৪ দশমিক ৩ শতাংশে। যদিও বিশ্বব্যাংক মনে করছে, সরকারি এ তথ্যের চেয়েও ওই দুই বছরে দেশে দারিদ্র্যের মাত্রা ছিল বেশি। সংস্থাটির এক সাম্প্রতিক পর্যালোচনায় বলা হয়, ২০১০ সালে দেশে বিবিএসের তথ্যের সঙ্গে গড় দারিদ্র্যের প্রকৃত হারের পার্থক্য ছিল ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৮ শতাংশীয় পয়েন্টের মধ্যে। সে সময় দেশে দারিদ্র্যের গড় হার ছিল বিবিএসের তথ্যের চেয়ে ২১ শতাংশ বেশি। আর ২০১৬ সালে প্রকৃতের সঙ্গে ব্যুরোর তথ্যের ব্যবধান ছিল ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট থেকে ২ দশমিক ৩ শতাংশীয় পয়েন্টের মধ্যে। দারিদ্র্যের গড় হার ছিল প্রকাশিত তথ্যের চেয়ে ১৯ শতাংশ বেশি। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন