তানিয়ার খুনিকে হেফাজতে চায় পুলিশ ~প্রথম আলো

তানিয়ার খুনিকে হেফাজতে চায় পুলিশ

তিন মাস আগে রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসায় খুন হন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী তানিয়া আক্তার (৩৫)। দুদিন পর তাঁর গলাকাটা লাশ উদ্ধার হয়। পরে তদন্তে নেমে এই ঘটনায় একটি বাহিনীর মধ্যম সারির একজন কর্মকর্তার সম্পৃক্ততা পায় পুলিশ। তাঁকে এই মামলায় হেফাজতে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া হাজারীবাগের মিতালী রোডের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। জানুয়ারির শুরুতে ওই বাসায় ওঠেন এবং ১৯ জানুয়ারি নিজ কক্ষে খুন হন তানিয়া। এরপর ২১ জানুয়ারি তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় ফ্ল্যাটের মালিককে। পরে তদন্তে উঠে আসে, এ ঘটনায় মো. কুদ্দুসুর রহমান নামে সেনাবাহিনীর একজন মধ্যম সারির কর্মকর্তা জড়িত।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন