দেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৩ দশমিক ৭৮ শতাংশে নেমে আসে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে অর্থাৎ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশিত ছিল। যদিও অথচ এ প্রান্তিকের প্রথম দুই মাসের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে দেশের ব্যাংক খাতের প্রায় সব মাধ্যমেই কমে এসেছে অর্থের লেনদেন। স্থিতিশীল হয়নি তারল্য পরিস্থিতিও। গত তিন মাস মূল্যস্ফীতির হারও ছিল সাড়ে ৯ শতাংশের ওপর। মার্চে আবার বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। এসব লক্ষণ বিবেচনায় অর্থবছরের তৃতীয় প্রান্তিকেও দেশের অর্থনীতির শ্লথতা কাটেনি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।