পাঁচ বছর আগে হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিনসহ চারজনকে একটি মামলায় বেকসুর খালাস দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। সন্ত্রাসবিরোধী আইনে করা ওই মামলাটির রায়ের অনুলিপি পাওয়ার পর আপিল করা হবে বলে সেই সময় জানিয়েছিল রাষ্ট্রপক্ষ। তবে আজ পর্যন্ত সেই মামলায় কোনো আপিল দায়ের হয়নি। শুধু এটিই নয়, সন্ত্রাসবিরোধী দমন আইনের ৮৬ শতাংশ মামলায় আসামিরা খালাস পেয়ে গেলেও পরবর্তী আর কোনো আইনি পদক্ষেপ নেয়নি রাষ্ট্রপক্ষ। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়নি একটি মামলায়ও। যদিও এসব মামলার অভিযুক্তরা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত বলে দাবি রাষ্ট্রপক্ষেরই। বিপুলসংখ্যক মামলায় অভিযুক্তরা খালাস পেয়ে যাওয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের সফলতা নিয়ে প্রশ্ন উঠছে। এ কারণেই হিযবুত তাহরীর কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম বারবার মাথাচাড়া দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন।