যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে গ্রামীণ জনপদে বাজার ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। এখন আর কৃষকের উৎপাদিত কৃষিপণ্য কষ্ট করে মাথায় কিংবা ভ্যানে করে বাজারে নিয়ে যেতে হয় না। কৃষকের দোরগোড়ায় চলে যাচ্ছে পাইকার কিংবা ফড়িয়ারা। তারা বাড়ি-বাড়ি কিংবা কৃষকের মাঠ থেকেই ধান পাট আলু সবজি প্রভৃতি কৃষিপণ্য কিনে আনছে। ফলে বাজার এখন আর হাট ও আড়তের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গৃহস্থের উঠান থেকে গ্রামীণ সড়ক পর্যন্ত।