মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের জন্য গঠিত হলেও ইতোমধ্যে সাড়ে চার বছর কাটিয়ে দিয়েছে দুই মহানগরের বর্তমান কমিটি। থানা ও ওয়ার্ড সম্মেলনের পর দীর্ঘদিনেও কমিটি না হওয়ায় সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই বন্ধ হয়ে রয়েছে। পারস্পরিক দ্বন্দ্ব ও স্বজনপ্রীতির কারণে সর্বস্তরের মূল নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাদের ব্যর্থতার কারণে দলের সভাপতিমণ্ডলীর দুই সদস্যকে তদারকির দায়িত্ব দেওয়া হলেও তা অচলাবস্থা রয়েছে।