নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ এজহারনামীর চার আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি টিম। রোববার (৩০ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন দপ্তরের সিইও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।
গ্রেপ্তারকৃতরা হলো- ফতু্লার কাশিপুর ইউনিয়নের ভোলাইল শান্তিনগর এলাকার মো. সফর আলি মাঝির ছেলে আলাউদ্দিন ওরফে হীরা (৩৫), পশ্চিম ভোলাইল এলাকার আওলাদ হোসেনের ছেলে মো. আল-আমিন (২২), একই এলাকার মো. জাফরের ছেলে মো. রাসেল (২০) ও মো. সেলিমের ছেলে মো. সানি।