বিমানবন্দর থেকে উড়াল দেওয়া যায় দেশ-দেশান্তরে। চাঁদে কি যাওয়া যায়? সহজ কথায়, না।
তবে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে ‘আমাকে চাঁদে নিয়ে চলুন’ নামে চলছে এক প্রদর্শনী। যদিও নাম অনুযায়ী ওই প্রদর্শনী থেকে চাঁদে যাওয়ার সুযোগ পাওয়া যাবে না। শুধু দেখা যাবে চাঁদ থেকে আনা একটি পাথরের টুকরা।