টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে আবারও ধর্ষণের মামলা হওয়ায় বিব্রত জেলা আওয়ামী লীগ নেতারা। জেলা আওয়ামী লীগ নেতারা বলছেন, এমপি ভাইয়ের নাম ভাঙিয়ে ও নিজের একাধিক পদ-পদবির দাপটে বেপরোয়া হয়ে গেছেন বড় মনির। ধর্ষণসহ নানা অপরাধে জড়িত মনিরকে শহর আওয়ামী লীগের সহসভাপতি থেকে বহিষ্কারসহ উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।