আসামি ছিনিয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার থানায় হামলা ~দৈনিক ইত্তেফাক

বগুড়ার শাজাহানপুরে আসামিকে ছিনিয়ে নিতে মো. নুরুজ্জামান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় পুলিশ কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামানসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। রাত ১০টার দিকে আসামি মিঠুন মিয়াকে ছিনিয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে থানায় হামলা চালায়। হামলায় অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নুরুজ্জামান ও তার ২০ নেতা-কর্মীর নামে এবং অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শনিবার রাতেই মামলা হয়েছে। উল্লেখ্য, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, জমি দখল, সরকারি কাজে বাধা, মাদক আইনে অন্তত ৮-১০টি মামলা রয়েছে। এর আগে সরকারি টেন্ডার চুরির ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বরখাস্ত হয়েছিলেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন