খুলনার রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ড্যাপ সার বোঝাই ‘টিএলএন-১’ নামক একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে নির্মাণাধীন রেল সেতুর ৭২ নাম্বার পিলারের সঙ্গে ধাক্কা লেগে—এই কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুজন হলেন, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাম শেখ ও নড়াইলের সাখাওয়াত হোসেন। কালাম শেখ ওই জাহাজের বাবুর্চি ও সাখাওয়াত গ্রিজার হিসেবে কাজ করতেন।