বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৮তম সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ। আগামী পহেলা জুন পর্যন্ত মোট সাতটি ধাপে লোকসভার ৫৪৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ৯৬ কোটি, এর মধ্যে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন ১৮ থেকে ১৯ বছর বয়সি এক কোটি ৮০ লাখ ভোটার; তারাই বেছে নেবেন লোকসভা আসন থেকে কারা পার্লামেন্টে যাবেন।