আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অধিকাংশ শরিক দলের উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেয়ার সক্ষমতা নেই
জাতীয় পার্টি বিগত উপজেলা নির্বাচনে সাড়ে ৪শ’ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী দিয়ে নির্বাচিত হয়েছে দু’জন; এবারও প্রার্থী সঙ্কট
অভিনব এক গণতন্ত্রের পথে বাংলাদেশ। নির্বাচন হয় কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলই অংশ নেয় না এবং বেশির ভাগই জনগণ ভোট দেয় না। তারপরও জনপ্রিতিনিধি! সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় নির্বাচন নামের ভোট হয়; সে ভোটের আগেই বোঝা যায় কে নির্বাচিত হচ্ছেন। আবার প্রতিপক্ষ দলের কেউ গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাচিত হলে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নানা ছুঁতায় ক্ষমতাচ্যুত করা হয়। গত কয়েক বছরে সিটি মেয়র, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান এমন পাঁচ শতাধিক জনপ্রতিনিধিকে অব্যাহতি দেয়ার ঘটনা ঘটেছে।