শোডাউনের রাজনীতিতে ফিরছে বিএনপি ~যায়যায়দিন

শোডাউনের রাজনীতিতে ফিরছে বিএনপি

আন্দোলন ও নির্বাচনে নেই বিএনপি। এ কারণে প্রায় দেড়যুগ ক্ষমতার বাইরে থাকা এই দলটির নেতাকর্মীরা চরমভাবে হতাশ। এই হতাশা কাটাতে ২৮ অক্টোবরে আগের মতো শোডাউনের রাজনীতিতে ফিরতে চাচ্ছে দলটি। এর অংশ হিসেবে দীর্ঘ পাঁচ মাস পর ঢাকায় পৃথক দুই সমাবেশ করার উদ্যোগ নিয়েছে তারা। এর মধ্যে আগামী শুক্রবার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এবং পহেলা মে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের মাধ্যমে বড় শোডাউন করবে বিএনপি।

খোঁজ নিয়ে জানা গেছে, এই দুই কর্মসূচির মধ্য দিয়ে আবারও রাজপথে ফিরতে চাইছে দলটি। এজন্য প্রস্তুতি নিচ্ছে তারা। ঘরোয়া বৈঠক, মতবিনিময় সভাসহ প্রস্ততি সভার নানাবিধ কার্যক্রম শুরু করেছেন নেতারা। এই দুই সমাবেশ ছাড়াও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করতে, তাদেরকে রাজপথে আনতে লিফলেট বিতরণসহ কর্মিসভার কর্মসূচির প্রস্তুতিও চলছে। আজকালকের মধ্যে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে। এরপর ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃতু্যবার্ষিকী উপলক্ষে মাসজুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।

বিএনপি নেতারা জানান, সরকারবিরোধী টানা আড়াই মাসের আন্দোলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নেতাকর্মীরা হতাশ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন