দেশের অর্থনীতির চালিকা শক্তি ব্যাংকিং খাত। আর ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা এতোটাই নাজুক যে, কেন্দ্রীয় ব্যাংক সেগুলোকে ‘লাল, হলুদ, সবুজ’ তালিকায় ফেলে অবস্থান নির্ণয় করেছিল। যদিও এই তালিকা নিয়েও প্রশ্ন রয়েছে। পরবর্তীতে এই তালিকার থেকে সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক একীভূতের রোডম্যাপ তৈরি করে। হঠাৎ করে মার্জারের সিদ্ধান্ত এবং ৫টি ব্যাংকের সঙ্গে ৫টি ব্যাংকের নাম জুড়ে দেয়ায় ব্যাংকগুলোর গ্রাহকরা আমানত নিয়ে ভীতির মধ্যে পড়েছেন। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকদের মধ্যে টাকা তোলার হিড়িক পড়েছে। বিশেষ কয়েকটি ব্যাংকের গ্রাহকদের আমানত ব্যাপকভাবে তুলে নেয়ার খবর এসেছে। আর তাই উপায় না পেয়ে ব্যাংক বাঁচাতে ছুটির দিনেও গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে টাকা না তোলার জন্য বুঝাচ্ছেন কর্মকর্তারা।