চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসের মূল ফটকের সামনে ব্যস্ততম চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ১৩ ঘণ্টা অবরোধ করে রাখা হয়। ক্লাস–পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। এতে তাঁরা ১০ দফা দাবি পেশ করেন। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে চুয়েট ক্যাম্পাস অবস্থিত। গত সোমবার বেলা সাড়ে তিনটায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিন শিক্ষার্থী। তাঁরা হলেন পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা (২২), দ্বিতীয় বর্ষের তৌফিক হোসাইন (২১) ও জাকারিয়া হিমু (২১)। চুয়েটের কাছাকাছি রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাসী বাস।