কলেজপড়ুয়া ছোট বোন বায়না করল, এবার ঈদে তার চাই সবুজ রঙের জামা। যে সে সবুজ নয়, হতে হবে ঠিক কাঁঠালগাছের পাতার মতো গাঢ় সবুজ। পরীক্ষার কারণে এবার সে মার্কেটে যেতে পারবে না। এদিকে তৈরি (রেডিমেড) পোশাকও তার পছন্দ না। আবার দরজির কাছে জামা তৈরি করতে হলে আগেভাগেই কিনতে হবে কাপড়। তাই সবুজ কাপড় কিনে আনার গুরুদায়িত্বটা শেষমেশ আমার ঘাড়েই পড়ল। বাজারে গিয়ে বুঝলাম, কিশোরীদের পোশাক কেনার কাজটা সত্যিই বেশ কঠিন। রোজা রেখে দুপুর থেকে রাত অবধি ঘুরে ঘুরে শেষমেশ ছোট বোনের জামার কাপড় কিনতে পেরেছিলাম কি না, সেটা একটু পরেই বলছি। তার আগে জেনে নেওয়া যাক এবার কী কী আছে কিশোরীদের ঈদপোশাকের সংগ্রহে।