বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা ছিল।
বাইডেনের হুঁশিয়ারির কোনো তোয়াক্কা না করেই ইসরায়েল রাফায় হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাফায় হামলা চালানো হয়েছে।