এপ্রিলজুড়ে দাবদাহে পুড়েছে দেশের অধিকাংশ এলাকা। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তীব্র গরমে মানুষের সীমাহীন কষ্ট হলেও হঠাৎ করেই যেন কমে গিয়েছিল মশার উৎপাত। এ সময় রাজধানীর অনেক এলাকার বাসিন্দারা মশারি ছাড়াই ঘুমাতে গেছেন। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হতেই ফের বাড়তে শুরু করেছে মশা। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। সিটি করপোরেশন মাঝে-মধ্যে অভিযানে গেলেই মিলছে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা।