অপরাধ সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরা রাজধানী ঢাকাসহ সারা দেশে নিজেদের মতো করে গড়ে তুলছে ১৮০টি গ্রুপ। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে সংঘটিত হচ্ছে তাদের কার্যক্রম। এরা ফেসবুকে, দেয়ালে বা পোস্টারে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে নিজেদের গ্রুপের নাম জানান দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনোখুনিসহ নানা অপরাধে কিশোররা জড়িয়ে পড়ছে। এসব কিশোর মাদক-ব্যবসা ও দখলবাজিসহ রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।