ধান চাষে কৃষক আগ্রহ হারালে হুমকিতে পড়বে দেশ ~দৈনিক ইনকিলাব

ধান চাষে কৃষক আগ্রহ হারালে হুমকিতে পড়বে দেশ

সারা দেশে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া পেয়ে মাঠের ধান ভালভাবে ঘরে তুলতে পেরে কৃষক খুবই খুশি। তবে শ্রমে-ঘামে ফলানো এই ধান নিয়ে বাজারে গিয়ে কৃষকের সেই হাসি মুখ একেবারে মলিন হয়ে যাচ্ছে। লোকসানের গ্যারাকলে পড়ে কৃষকের বুক ছিঁড়ে বেরিয়ে আসছে হতাশার দীর্ঘশ্বাস। হাড়ভাঙ্গা পরিশ্রমে উৎপাদিত ধানের বাজারমূল্য অনেক কম থাকায় কৃষক দিশেহারা। প্রতি বছর লোকসান গুনতে গুনতে কৃষির উপর থেকে কৃষকরা আস্থা হারিয়ে ফেলছেন। আর তাতে দেশের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ দেশের কৃষিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। আর সে জন্য ধানের ন্যায্যমূল্য দিতে প্রয়োজনে সরকারকে এ খাতে প্রনোদনা দিতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন