সুন্দরবনে ৩৯টি হরিণের মৃতদেহ পাওয়া গেল ~বাংলাদেশ প্রতিদিন

সুন্দরবনে ৩৯টি হরিণের মৃতদেহ পাওয়া গেল

ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সুন্দরবন। টানা ৩৬ ঘণ্টা ধরে চলা এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে সুন্দরবনের বন্যপ্রাণী, গাছপালাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সুন্দরবনে উদ্ধার হয়েছে ৩৯টি হরিণের মৃতদেহ। সুন্দরবনের বন, নদী-খাল ছাড়াও লোকালয়ের কাছে নদীতে ভেসে আসে এসব মৃত হরিণ। যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যপ্রাণীর মৃতদেহের সংখ্যা। ঘূর্ণিঝড়ের তান্ডবে ওয়ারলেস ব্যবস্থা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাওয়ায় খোদ বন বিভাগের কাছেও নেই উদ্ধার হওয়া মৃত বন্যপ্রাণীর পুরো তথ্য। তবে দুপুর পর্যন্ত বন বিভাগের দেওয়া তথ্যমতে উদ্ধার করেছে ৩৯টি হরিণের মৃতদেহ। সেগুলোকে মাটিচাপা দেওয়া হয়েছে। এ সময়ে আহত ১৭টি হরিণকে উদ্ধার করে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়। ঘূর্ণিঝড়-পরবর্তী প্রথম দিনে সুন্দরবনের বিভিন্ন নদী এবং চর থেকে এসব হরিণ উদ্ধার করা হয়েছে। সময়ের অভাবে বনের অভ্যন্তরে তল্লাশি শুরু করতে পারেনি বন বিভাগ। এবারের ঝড়ে বাঘ, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীর শাবক বেশি মারা গেছে। মাছ আহরণে বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা বহাল থাকায় সাগরে মারা যাওয়া বাঘ- হরিণসহ সব বন্যপ্রাণীর মৃতদেহ কখনোই উদ্ধার করা সম্ভব হবে না বলে বন বিভাগ নিশ্চিত করেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন