ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করে ক্রমশ দুর্বল হয়ে পড়লেও রেখে গেছে ভয়াবহ তা-বের ক্ষত। বসতবাড়ি, জমির ফসল, ঘেরের মাছ হারানো সেই ক্ষতের সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের চাপা কান্না মিলে উপকূলের আকাশ-বাতাস ভারি করে তুলেছে। উপকূলের বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। বিপর্যস্ত জনপদে ফুটে উঠেছে রেমালের তা-বের ক্ষত। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিক ধারণাকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মানিকগঞ্জ ও আশপাশের এলাকার অবস্থান থেকে স্থল নিম্নচাপটি উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বর্তমানে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় কিছুটা ঝড়োবাতাস থাকলেও জলোচ্ছ্বাস ও জোয়ারের পানি নামতে শুরু করেছে।