গতকাল বুধবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছে, দেশে তীব্র ঠাণ্ডা এবং বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে স্থানীয় বাসিন্দারা। গত ২৩ দিনে দেশটিতে এসব দুর্যোগে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নানা দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন।