ছিনতাই হওয়া বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ ও এর নাবিকদের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ ডলার দাবি করেছে জলদস্যুরা।নৌ পরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, যে কোনো মূল্যে ২৩ জিম্মি নাবিককে উদ্ধার করা হবে। গত মঙ্গলবার দুপুরে ভারত মহাসাগরের ‘ডেঞ্জার জোন’ নামে চিহ্নিত এলাকার বাইরে থেকে সোমালীয় সশস্ত্র জলদস্যুরা বাংলাদেশী জাহাজ দখল নিয়ে ক্যাপ্টেনসহ ২৩ নাবিককে জিম্মি করে।