শুক্রবার (১৫ মার্চ) সকালে তুরস্কের কানাক্কালে প্রদেশের উপকূলে আট জনের মৃতদেহ পাওয়া গেছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত চারজনকে। তাদেরকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী,নৌকাডুবিতে নিহতের সংখ্যা ২১ জন বলে নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।