দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের বর্বর হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। চরম খাদ্য সংকটে অপুষ্টিতে ভুগছে ওই উপত্যকার মানুষজন। বিশেষ করে এই সংকটের চরম ভুক্তভোগী সেখানকার শিশুরা। গাজার শিশুদের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, গাজা উপত্যকায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা অনেক।