পেঁয়াজ রফতানির ওপর ভারত যে নিষেধাজ্ঞা ছিল তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। গত ডিসেম্বরে দেয়া এ নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। তবে গত শুক্রবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক আদেশ জারির মাধ্যমে জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে।