রাজধানীর নিউ মার্কেটের খোলা চত্বরের অস্থায়ী দোকান থেকে দুই মেয়ের ঈদের পোশাক কিনতে উত্তরা থেকে এসেছেন আফজাল হোসেন। মধ্যম আয়ের এই ব্যাংক কর্মকর্তার টার্গেট নামিদামি শপিংমল-বিপণী-বিতান এড়িয়ে কিছুটা কম দামে ঈদের কেনাকাটা করা। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সংসার চালাতে হিমসিম খাওয়া এই গৃহকর্তা শত কষ্টের মাঝেও সন্তানদের ঈদ আনন্দ মাটি হতে দিতে চান না।