নতুন পোশাকে ঈদের খুশি ভাগাভাগির রেওয়াজ দীর্ঘকালের। বাংলাদেশে এটি পরিণত হয়েছে সামাজিক ঐতিহ্যে। ফলে প্রতি বছর পরিবারের সদস্য ও স্বজনদের মনস্তুষ্টি ও সামাজিকতা রক্ষার চেষ্টা কমবেশি সব পরিবারেই থাকে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। ঈদের দিন যত ঘনিয়ে আসছে নতুন পোশাক কেনার তাগিদও ঘরে ঘরে ততই জোরালো হচ্ছে। বিভিন্ন মার্কেট, শপিংমল ও বিপণিবিতানে চোখ রাখলেই সেটি টের পাওয়া যায়।