জধানীর কড়াইল বস্তিতে গতকাল রবিবার বিকেলে আগুন লাগে। এতে ৫০টির মতো ঘর পুড়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকাল ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস । পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় বিকাল ৪টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। একই দিনে মুন্সীগঞ্জে বোর্ড ফ্যাক্টরিতে আগুন লেগেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও আগুনে শতাধিক দোকান পুড়েছে ।