এসব প্রকল্প বাস্তবায়নে বিপুল অঙ্কের বৈদেশিক ঋণ নিতে হয়েছে। গ্রেস পিরিয়ড শেষে এবার শুরু হচ্ছে ঋণ পরিশোধের পালা। দেশে সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলসহ বেশ কয়েকটি মেগাপ্রকল্প চালু হয়েছে, যা সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ও গতি এনে দিয়েছে। একই সঙ্গে কমে এসেছে দূরত্ব ও সময়।