রোনালদোর তিন দিনে দুই হ্যাটট্রিক ~প্রথম আলো

‘উই আর নট স্লোয়িং ডাউন’—কথাটা ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে গতকাল রাতে আবহার বিপক্ষে ৮-০ গোলের বড় ব্যবধানে জিতেছে আল নাসর। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে কথাটি লেখেন আল নাসর তারকা। সেটি সম্ভবত সতীর্থদের প্রেরণা জোগাতে সহায়তা করবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন